
টঙ্গীবাড়ীতে সিদ্বেশরী বাজারে বিএনপি ক্লাব উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা :
মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলা সিদ্বেশরী বাজারে ২৯ ডিসেম্বর সোমবার বিকাল ৫টায় মুন্সীগঞ্জ -২ আসনের বিএনপি থেকে মনোনীত এমপি প্রার্থী এড: আব্দুস ছালাম আজাদতের পহ্মে নির্বাচনি বিএনপি ক্লাব উদ্বোধন করা হয়েছে । এসময় উপস্থিত ছিলেন, পাঁচগাও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সেলিম, যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য জামাল মোল্লা, উক্ত ইউনিয়ন সাবেক বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার হোসেন মোল্লা, ইউনিয়ন কৃষকদলের সভাপতি, দেলোয়ার হোসেন রাড়ী,পাঁচগাও ইউনিয়ন ২নং ওয়ার্ড সভাপতি কালাম হালদার, ৪নং ওয়ার্ড সভাপতি কিরণ চোকদার, সাধারণ সম্পাদক আক্তার পাইক, ৫নং ওয়ার্ড সভাপতি আমীর হাজী, সাধারণ সম্পাদক মিলন মোল্লা, ৬নং ওয়ার্ড (ভারপ্রাপ্ত) সভাপতি মিজান শেখ, সাধারণ সম্পাদক আলমগীর ছৈয়াল, ৩ নং ওয়ার্ড সভাপতি রহমাতুল্লাহ বেপারী, ৭ নং সভাপতি নান্নু হালদার, ৮ নং ওয়ার্ড সভাপতি শাহলম বেপারী, ৯ নং ওয়ার্ড সভাপতি আলী ঢালী, ইউনিয়ন যুবদল সাধারন সম্পাদক বুলেট মাঝি, বিএনপি নেতা মো: শাহিন শেখ, করিম শেখ, শাহ আলম মোল্লা, আলম তালুকদার, দুলাল শেখ, দেলোয়ার শেখ, করিম ঢালী,আমিনুল উকিল, মনির শেখ, আক্তার শেখ, আউয়াল শেখ, রহমান খান, শাহজাহান শেখ, কৃষকদল নেতা রকিব ফকির সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ । উক্ত ক্লাব উদ্বোধনের পর নেতা কর্মিদের ফুল দিয়ে বরণ,কুশল বিনিময়, দোয়া ও মিলাদ মাহফিলে আয়োজন করা হয় ।