টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র গ্রহণ
টঙ্গীবাড়ী প্রতিনিধি :
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব কে এম বিলাল হোসাইনের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় মনোনয়নপত্র গ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টঙ্গীবাড়ী উপজেলা সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ সরদার। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লৌহজং উপজেলা সভাপতি আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ খান, টঙ্গীবাড়ী উপজেলা সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন সিকদার, লৌহজং উপজেলা সহ-সভাপতি আলহাজ্ব সাত্তার মোল্লা, লৌহজং উপজেলা জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ বাশার মোল্লা, টঙ্গীবাড়ী উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. সেলিম বেপারী, লৌহজং উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. আবু তৈয়ব অভিক, বাংলাদেশ মুজাহিদ কমিটি টঙ্গীবাড়ী উপজেলা সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন মাদবর এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টঙ্গীবাড়ী উপজেলা সভাপতি মোহাম্মদ রাসেল খান। মনোনয়নপত্র সংগ্রহের সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ মনোনীত প্রার্থীর বিজয়ের জন্য দোয়া কামনা করেন এবং সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।