
টঙ্গিবাড়ীতে শ্রমিক লীগ নেতা শফিকুল সহ গ্রেফতার ২
বর্তমান বিক্রমপুর নিউজ…………….
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় উপজেলা শ্রমিক লীগের আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম হাওলাদার (৫০) ও কার্যক্রম নিষিদ্ধ আড়িয়ল ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান শেখ (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বিস্ফোরক মামলায় সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শ্রমিক লীগ নেতা শফিকুল উপজেলার আউটশাহি ইউনিয়নের কাইচাইল গ্রামের জয়নাল হাওলাদার এর ছেলে এবং আওয়ামী লীগ নেতা হাসান আড়িয়ল গ্রামের মৃত কফিল উদ্দিন শেখ এর ছেলে।
টঙ্গিবাড়ী থানার এসআই রবিউল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে বিস্ফোরক মামলার ২ আসামি কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের কে কোর্টে প্রেরণ করা হয়েছে।