
টঙ্গিবাড়ীতে অতিরিক্ত সারের মূল্য তালিকা সংরক্ষণ না রাখায় জরিমান
টঙ্গীবাড়ী প্রতিনিধি :
মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলা বালিগাঁও বাজারে ২২শে ডিসেম্বর সোমবার বিকাল ৪ টা থেকে রাত ৭টা পর্যন্ত উপজেলার আলদী বাজার ও বাঁলিগাও বাজার সার ডিলারের দোকানে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান করা হয়। ভোক্তা অধিকার আইন সংরক্ষণ ২০০৯ এর ৩৮ ৩৭ ও ৪০ ধারায় মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, সার বিক্রয়ের তথ্য ও রশিদ বা মেমো সংরক্ষণ না রাখা এবং অধিক মূল্যে সার বিক্রয় করার অপরাধে দুই জন সার ডিলারকে ৫ হাজার ও ২ হাজার মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে । অভিযান পরিচালনা করেন টঙ্গিবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: ওয়াজিদ ওয়াসিফ । এ সময় উপস্থিত ছিলেন, টঙ্গিবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: ইমতিয়াজ জাহান খান । টঙ্গিবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওয়াজেদ ওয়াসিফ দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধিকে বলেন, উপজেলার কিছু সারের ডিলার রয়েছেন তারা ন্যায্য মূল্যের চেয়ে বেশী লাভের আশায় সার বিক্রি করছে । আমরা বিষয়টি জানতে পেয়ে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের জরিমানা করা হয়েছে ।