
মুন্সীগঞ্জে বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা পাঁচগাও আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবস উপলক্ষে ১৬ই ডিসেম্বর মঙ্গলবার সকালে ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক সাবেক ডিজিএম ও টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি, উক্ত বিদ্যালয় সাবেক সভাপতি দেওয়ান মো: মনিরুজ্জামান মনির, উপস্থিত ছিলেন, সাবেক প্রধান শিক্ষক বাবু রতন চন্দ্র বিশ্বাস, বিদ্যালয় সিনিয়র শিক্ষক মনিনুল ইসলাম, মো: বিল্লাল হোসাইন, শহিদুল ইসলাম, বাবু সুকুমার মন্ডল, তুলসী রঞ্জন সরকার, মনি সাহা, সীমা বিশ্বাস, কার্তিক চন্দ্র ঘোষ, বাবু সঞ্জিত, আজিজুর রহমান, মো:শরিফ, দাতা সদস্য ডি এম মোকলেছুর জ্জামান, প্রভাষক স্বপন মাহমুদ, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য শহিদুল ইসলাম, আওলাদ হোসেন, মাসুদ রানা বাবু, পাঁচগাও ইউনিয়ন কৃষকদল সভাপতি দেলোয়া রাড়ী, পাঁচগাও ১নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ ডালু, বিএনপি’র নেতা জাহাঙ্গীর মেম্বার, রোমান মোল্লা, রমজান মাঝি, শাজাহান শেখ, দুবাই বিএনপি সভাপতি নুরু মল্লিক সহ স্কুলের ছাত্র-ছাত্রী বৃন্দ । উক্ত খেলায় বিদ্যালয় দশম শ্রেণী ও ষষ্ঠ, সপ্তম অষ্টম শ্রেণীদের মধ্যে ক্রিকেট খেলা টুর্নামেন্ট প্রতিযোগিতা হয়। এর মধ্যে দশম শ্রেণীর চ্যাম্পিয়ন হয় । বিদ্যালয়ের সাবেক সভাপতি দেওয়ান মো: মনিরুজ্জামান মনির বলেন, বিদ্যালয়ে সব সময় বিশেষ দিনে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি, আমি আশা করি এরকম অনুষ্ঠান বিদ্যালয়ের সব সময় পালন করার চেষ্টা করিব ।