
টঙ্গিবাড়ীতে বাস শ্রমিকদের মারধর করায় বাস মালিক শ্রমিকদের ধর্মঘট, হাজার হাজার যাত্রীদের দুর্ভোগ
বর্তমান বিক্রমপুর নিউজ………………..
মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ীতে বাস শ্রমিকদের মারধর করায় বাস মালিক শ্রমিকদের ধর্মঘট করায় হাজার হাজার যাত্রীদের দূর্ভোগের শিকার হচ্ছে । বুধবার থেকে আজ ২০শে নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত বাস মালিক ও শ্রমিকরা ধর্মঘট করেছেন । জানাগেছে, ঢাকা বেতকা পরিবহন ও বলাকা পরিবহ এই দুই কম্পানীর পরিবহন সুনামের সাথে দির্ঘ ৩০ বছর যাবত টঙ্গিবাড়ী থেকে ঢাকা ফুলবাড়িয়া গুলিস্তান পর্যন্ত প্রতিদিন চলাচল করছে । ঢাকা বেতকা পরিবহন মালিক সমিতির সভাপতি হাসান মাসুদ শিকদার জানান, আমাদের দুই পরিবহনের প্রায় ৬০/ ৬৫ টি বাস প্রতিদিন চলাচল করছে । নাদিম ও রাসেল নামে তারা টঙ্গিবাড়ী এক্সপ্রেস নামে আমাদের গাড়ীর রং ব্যবহার করে ৫/৬ টি মিনিবাস রাস্তায় নামিয়ে যত্রতত্র রাস্তায় গাড়ী থাকিয়ে আমাদের রোডের যাত্রী জোর করে নিয়ে যায় । কিছু দিন পূর্বে গুলিস্তানে ঢাকা বেতকা পরিবহনের ড্রাইভার জনি শেখ, বাস স্টাফ সবুজ ও মুক্তারকে মারধর করে আমাদের বাসে বসে থাকা যাত্রীদেরকে জোর করে নিয়ে যায় । এ ঘটনায় আমরা থানায় একটি অভিযোগ করা হয়েছে । তারা এই রোডে বিশৃঙ্খলার সৃষ্টি করছে । আমরা আজ দুই দিন ধরে বাস চলাচল বন্ধ করে রেখেছি । একই ধরনের কথা বলছেন বাস পরিবহনের সহ- সভাপতি নূর হোসেন সরদার ও ঢাকা বেতকা পরিবহনের মালিক সমিতির কোষাধক্ষ সুবেদ ভাওয়াল । বাস ড্রাইভার সানাউল্লাহ বলেন, আমাদের তারা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে আমরা যেন এই রোডে বাস না চালাই । আমরা দুই দিন যাবত বাস চলাচল বন্ধ রেখেছি । টঙ্গিবাড়ী থানা ওসি সাইফুল আলম জানান, আমি দুই বাস মালিক সমিতির সদস্যদের ডেকেছি থানায় আসার জন্য ।