
টঙ্গিবাড়ীতে অটিজম শিশুদের জন্য স্কুল নির্মাণ কাজের উদ্বোধন
বর্তমান বিক্রমপুর নিউজ………..
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অটিজম, বুদ্ধি প্রতিবন্ধীতা, সেরিব্রাল পালসি ও ডাউন সিনড্রোম আক্রান্ত শিশুদের মৌলিক শিক্ষার লক্ষ্যে নির্মিত হচ্ছে টঙ্গীবাড়ী সুবর্ণ স্কুল।
বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় টঙ্গীবাড়ী সুবর্ণ স্কুলের নির্মাণ কাজ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এই স্কুলটি নির্মাণ হলে এই উপজেলার পাশাপাশি পার্শ্ববর্তী উপজেলার অটিজম আক্রান্ত শিশুরা তাদের মৌলিক শিক্ষা গ্রহণ করতে পারবে।
উল্লেখ্য, জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে টঙ্গীবাড়ী মৌজার ১ নং খতিয়ানর ৬৬ নং দাগের ২৮ শতাংশ জমির ওপর এই স্কুলের নির্মাণ কাজ শুরু হয়েছে