
মুন্সীগঞ্জে ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে হেলিকপ্টারে বিয়ে
টঙ্গীবাড়ী থেকে আবু বাক্কার মাঝি :
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে নিজের ইচ্ছাকে বাস্তব রূপ দিতে গিয়ে ইতালি প্রবাসী আল-আমিন মুন্সী (২৫) নতুন বউকে ঘরে এনেছেন হেলিকপ্টারে চড়িয়ে। শুক্রবার বিকাল ৫ টার দিকে উপজেলার যশলং ইউনিয়নের চাপ গ্রামের মাঠে নবদম্পতিকে নিয়ে হেলিকপ্টার অবতরণ করে। তিনি ওই গ্রামের নেছার আহম্মেদ মুন্সী’র ছেলে। কনে মরিয়ম আক্তার ফারিয়া মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলয় গ্রামের ফারুক মিয়ার মেয়ে। ইতালী প্রবাসী আল-আমিন মুন্সী জানান- শখ ছিল হেলিকপ্টারে চড়ে গ্রামে বউ নিয়ে আসব। সেই শখ পূরণ করতে হেলিকপ্টার ভাড়া করে নিজের বাড়ি থেকে শশুর বাড়ি গিয়ে বউ মরিয়ম আক্তার ফারিয়কে নিয়ে আসলাম। আমাদের দুই পরিবারের সবাই খুবই খুশি হয়েছেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন।