
মুন্সীগঞ্জে পৌত্রিক সম্পত্তি জোর করে গাছ কর্তন মারধর আহত – ৫
মুন্সীগঞ্জ থেকে সোলাইমান খান :
মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ীতে পৌত্রিক সম্পত্তি জোর করে গাছ কর্তন করার অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় উভয়ের সংর্ঘষে সাইদুল ইসলাম, অনিম শেখ, জহুরা বেগম ও খোরশেদ শেখ সহ ৫জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে । আহতদের টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় । এ ঘটনায় ছাত্তার শেখ বাদী হয়ে ২৮শে অক্টোবর টঙ্গিবাড়ী থানায় জাব্বার শেখ, বাবু শেখ, সাগর শেখ, শিরিনা আক্তার, লামিয়া আক্তার আসামী করে অভিযোগ করেন । জানাগেছে, টঙ্গিবাড়ী উপজেলার দহ্মিন পাইকপাড়া গ্রামের মৃত মনু মিয়া শেখের ছেলে জাব্বার শেখের সাথে ছাত্তার শেখের সাথে বিরোধ চলে আসছে । ছাত্তার শেখ জানান, ২৭শে অক্টোবর আমাদের না জানিয়ে পৌত্রিক মালিকানাধীন সম্পত্তির উপর কদবেল গাছ থেকে ৩ হাজার টাকার কদবেল বিক্রি করে জাব্বার শেখ, এর পরের দিন ২৮শে অক্টোবর আসামীরা কদবেল গাছটি কয়েটি কান্ড কেটে ফেলে । আমরা গাছটি কাটতে বাঁধা দেওয়ায় আসামীরা হ্মিপ্ত হয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে আমাদেরকে আহত করে । টঙ্গিবাড়ী থানা ওসি সাইফুল আলম জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে, তদর্ন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।