
টঙ্গিবাড়ীতে “ভূমি কথা” নামক পুস্তিকার উপর ২দিনের প্রশিক্ষণ কুইজ প্রতিযোগিতা,
মুন্সীগঞ্জ থেকে সোনিয়া আক্তার :
মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলায় “ভূমি কথা” নামক পুস্তিকার উপর ২ দিনের প্রশিক্ষণ,কুইজ প্রতিযোগিতা ও সেমিনার শুরু হয়েছে। টঙ্গিবাড়ী উপজেলার ২২ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন। টঙ্গিবাড়ী উপজেলা ভূমি অফিসের আয়োজনে ২৯অক্টোবর বুধবার ১ম দিন ১২ টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১টি মাদ্রাসার শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করেন। এই কর্মশালায় শিক্ষার্থীদেরকে ভুমি সংক্রান্ত বিষয়ে সচেতন করার লক্ষে এই কুইজ প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন করে করা হয়। এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা ভুমি সংক্রান্ত বিষয়ে জানতে পারবে।
আগামী ৩ নভেম্বর বালিগাঁও উচ্চ বিদ্যালয়ে সমাপনী অনুষ্ঠানে ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ।