
টঙ্গিবাড়ী বাঁলিগাও দাসপাড়া ও বাঁলিগাও বেপারী মার্কেট ফুটবল টুনামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
টঙ্গিবাড়ী প্রতিনিধি :
মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার বাঁলিগাও দাসপাড়া ও বাঁলিগাও বেপারী মার্কেট ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা ২৫শে অক্টোবর শনিবার বিকালে বাঁলিগাও আমজাত আলী কলেজ মাঠে অনুষ্ঠিত হয় । উক্ত ম্যাচে বাঁলিগাও বেপারী মার্কেট ২ – ০ গোলে বাঁলিগাও দাসপাড়াকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় । আসলাম সরদারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপি সাধারন সম্পাদক আমির হোসেন দোলন, বিশেষ হয়ে উপস্থিত ছিলেন বাঁলিগাও ইউনিয়ন বিএনপি সভাপতি আবু সাইদ মিয়া, সাধারন সম্পাদক ওয়াহিদ হালদার, উপজেলা শ্রমিকদল সভাপতি রিপন মুন্সী, বাঁলিগাও ইউনিয়ন বিএনপি যুগ্ন- সাধারন সম্পাদক সুমন মুন্সী, বাঁলিগাও ইউপি সদস্য দ্বীন ইসলাম শেখ, কুদ্দুস হালদার, টঙ্গিবাড়ী উপজেলা যুবদল আহবায়ক কমিটির সদস্য মারুফ ইসলাম রিমেল, সাজন মুন্সী, বিএনপি নেতা নুরুল হক, আপেল মাহমুদ প্রতিক, তোতা মিয়া শেখ, জুয়েল হালদার, আলেক উকিল, সুজন শেখ, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিমন মাল, তত্বাবধানে শেখ মুন্না, বাঁলিগাও ইউনিয়ন সেচ্ছাসেবকদল সভাপতি মো: হারুন , আড়িয়ল ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো: শান্ত ।