
টঙ্গিবাড়ীতে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
টঙ্গিবাড়ী থেকে সোলাইমান খান :
মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ীতে ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করে টঙ্গিবাড়ী থানা পুলিশ । বুধবার বিকালে তথ্য ও প্রযুক্তির মাধ্যমে ঢাকার দক্ষিণ খান এলাকা থেকে গ্রেফতার করে টঙ্গীবাড়ী থানা এস আই শাহ আলী । জানাগেছে, টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের ১নং ওর্য়াডের মো: লোকমান হালদারের বাড়ীতে নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলার ফকির হাট গ্রামের মৃত্যূ ওমত খানের বাক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে তার মা ভাড়া বাসায় বসবাস করে আসছে । কিছু দিন পূর্বে বাকপ্রবন্ধী মেয়ে অবস্থা তার মা বুঝতে পেয়ে তাকে জিজ্ঞাসা করে । প্রতিবন্ধী মেয়ে আকারে ইঙ্গিতে তার মাকে বুঝায় । ওই দিন মা বাদী হয়ে তার আত্মীয় আশিকুর রহমান জীবন নামে ১সন্তানের জননীকে আসামী করে টঙ্গিবাড়ী থানায় মামলা দায়ের করেন । মামলা করার পর টঙ্গিবাড়ী থানা এস আই শাহ আলী ঢাকা দহ্মিন খান এলাকা থেকে গ্রেফতার করে