1. biplobalambd@gmail.com : বর্তমান বিক্রমপুর : বর্তমান বিক্রমপুর
  2. info@www.bartamanbikrampur.online : বর্তমান বিক্রমপুর :
Logo
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ৮:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৫, ৪:০৪ পূর্বাহ্ণ

টঙ্গিবাড়ী বাঁলিগাও ইউনিয়ন পরিষদের ওপেন হাউজ – ডে অনুষ্ঠিত ফিরুজ আলম বিপ্লব : মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার বাঁলিগাও ইউনিয়ন পরিষদ মাঠে ২৩শে অক্টোবর বৃহস্পতিবার সকালে ওপেন হাউজ – ডে অনুষ্ঠিত হয়েছে । টঙ্গিবাড়ী থানা ওসি সাইফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্জী হুমায়ুন রশীদ, বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন, সিরাজদিখান পুলিশ সার্কেল আনোয়ার পারভেজ, ঙ্গিবাড়ী উপজেলার বিএনপি সাধারন সম্পাদক আমির হোসেন দোলন, বাঁলিগাও ইউনিয়ন বিএনপি সভাপতি আবু সাইদ মিয়া, আড়িয়ল ইউনিয়ন বিএনপি সভাপতি নান্টু মাতবর, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক মনোয়ার হোসেন বেপারী, টঙ্গিবাড়ী থান এস আই মো: নিজাম, আব্দুর রহিম ও মো: ওসমান, বাঁলিগাও ইউনিয়ন পরিষদের মেম্বার মো: দ্বীন ইসলাম মেম্বার, কুদ্দুস মেম্বার, টঙ্গিবাড়ী উপজেলা যুবদল যুগ্ন- আহবায়ক বি এম মাঞ্জুর, যুবদল নেতা জুয়েল মল্লিক, নুর ইসলাম বাগজা, বাঁলিগাও ইউনিয়ন সেচ্ছাসেবকদল আহবায়ক মো: হারুন, অনুষ্ঠানটি আয়োজন করেন, টঙ্গিবাড়ী থানা, প্রধান অতিথি বক্তব্য বলেন, বাঁলিগাও বাজার মাদক মুক্ত করা হবে । আপনারা আমাদেরকে সহযোগিতা করিবেন, বাঁলিগাও বাজারে একটি পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করা হবে ।