টঙ্গিবাড়ী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজন কৃষকদের মাঝে বীজ বিতরন
ফিরুজ আলম বিপ্লব :
২০২৫-২৬ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বসতবাড়িতে চাষযোগ্য শীতকালীন শাকসবজি(উফশী), মাঠে চাষযোগ্য শাকসবজি (হাইব্রিড) এবং রবি মৌসুমে ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে গম, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, মসুর ও খেসারীর বীজ ও সার বিতরণ কর্মসূচির বুধবার সকালে উপজেলা সম্মেলন কহ্মে শুভ উদ্বোধন করা হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব ও উদ্বোধন করেন টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, এ সময় বক্তব্য রাখেন কৃষিবিদ জনাব পৃতীশ চন্দ্র পাল, উপজেলা কৃষি অফিসার ও সদস্য সচিব, উপজেলা কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কমিটি, টঙ্গিবাড়ী মুন্সীগঞ্জ; উপস্থিত ছিলেন কৃষিবিদ তাহমিনা আক্তার রিনা, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষিবিদ জনাব মোঃ ইমতিয়াজ জাহান খাঁন, কৃষি সম্প্রসারণ অফিসার, টঙ্গিবাড়ী, মুন্সীগঞ্জ; মোঃ শাহ মোয়াজ্জেম,
উপজেলা প্রকৌশলী,টঙ্গিবাড়ী মুন্সীগঞ্জ, মুহাম্মদ হুমায়ুন কবির
সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়, টঙ্গিবাড়ী মুন্সীগঞ্জ, মোঃ আমিনুর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ব্লক হতে আগত উপসহকারী কৃষি অফিসারবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন হতে আগত কৃষক ও কৃষাণী। পরবর্তীতে কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচি আওতায় বিনামূল্যে বসত বাড়িতে সবজির বীজ (উফশী), মাঠে সবজির বীজ (হাইব্রিড) ও সার এবং রবি মৌসুমের বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়।