টঙ্গিবাড়ীতে ১মাস পরও উদ্বার হয়নি স্কুল ছাত্রী
মুন্সীগঞ্জ থেকে হাবিবুর রহমান :
মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ীতে ১মাস পরও উদ্বার হয়নি স্কুল ছাত্রীর। হতাশায দিন কাটছেন স্কুল ছাত্রীর পরিবার । এ ঘটনায় স্কুল ছাত্রীর পরিবার থানায একটি অভিযোগ করেন । জানাগেছে, টঙ্গিবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের চাঁপ গ্রামের জাফর মোল্লার মেয়ে ব্রাহ্মন ভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মরিয়ম আক্তার ঝিলিমা (১৪) ৯ই সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে সকাল ৯টার সময় ব্রাহ্মন ভিটা উচ্চ বিদ্যালয় থেকে বাহির হয়ে আজও পযর্ন্ত বাড়ীতে ফিরে আসেনি । আত্মীয় স্বজন সহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজা করে আসছি । এ ঘটনায় মেয়ের মা তাসলিমা বেগম বাদী হয়ে ওই দিন রাতে টঙ্গিবাড়ী থানায় উপজেলার রাউৎভোগ গ্রামের সেকান্দর শেখের ছেলে রেদোয়ান শেখ কে আসামী করে একটি সাধারন ডাইরী করা হয়। মামলার বাদী স্কুল ছাত্রীর মা মোসাম্মত তাসলিমা বেগম জানান, আমার মেয়েকে ফুসলিয়ে নিয়ে গেছে, আমি একাদিকবার ছেলের বাড়ীতে গিয়েছি, আমার অপ্রাপ্ত মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য । ছেলের পরিবার আমার মেয়েছে ফিরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের তালবাহানা শুরু করে আসছে । দিঘীরপাড় পুলিশ ফাঁড়ির এস আই নুরে আলম সিদ্দিক জানান, স্কুল ছাত্রী উদ্বার করার জন্য অব্যহত রয়েছে ।