টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইব ভাংচুর ও জরিমানা
নিজস্ব সংবাদদাতা :
মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাও ইউনিয়নের কুকরাদি মাছ ঘাটের পশ্চিম পাশে পদ্মা নদী থেকে শুরু করে উক্ত ইউনিয়নের খলাগাঁও কবরস্থান পূর্ব পাশ পযর্ন্ত প্রায় ১কি: মিটার ড্রেজার পাইব ভাংচুর ও জরিমানা করেন মোবাইল কোটের মাধ্যেমে টঙ্গিবাড়ী উপজেলা প্রশাসন । বুধবার সকাল ১০ টা থেকে রাত ১০ টা পযর্ন্ত এই কার্যক্রম পরিচালনা করা হয় । এ সময় অবৈধ ভাবে ড্রেজার পাইব বসিয়ে ফসলি জমি ভরাট করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় । মোবাইল কোট পরিচালনা করেন টঙ্গিবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: মুস্তাফিজুর রহমান । তিনি বলেন, সরকারি নিয়মনীতি অমান্য করে এক শ্রেণীর কিছু লোক ড্রেজার দিয়ে ফসলি জমির মাটি কাটা ও ভরাট করছে । আমাদের এই অভিযোগ অব্যহত থাকবে ।