
টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা
নিজস্ব সংবাদদাতা :
টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার বিক্রমপুর টঙ্গিবাড়ী সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সভা কক্ষে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মো. মোস্তাফিজুর রহমান, অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ, টঙ্গীবাড়ি প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক ও টঙ্গীবাড়ি অনলাইন প্রেসক্লাব সভাপতি ফিরোজ আলম বিপ্লব। সভায় সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ি প্রেসক্লাব সভাপতি এড. জাহাঙ্গীর আলম। সঞ্চালনা করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি। এসময় সেখানে উপস্থিত ছিলেন, টঙ্গীবাড়ি প্রেসক্লাব সহ-সভাপতি সুমন চোকদার, সামসুদ্দিন তুহিন, মো. মাসুম, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ সোহাগ, নাজমুল ইসলাম পিন্টু, কোষাধ্যক্ষ অনিক শেখ, সাংগঠনিক সম্পাদক কাদির খান, দপ্তর সম্পাদক হোসাইন হাওলাদার প্রমুখ। সভায় মাদক, অবৈধ ড্রেজার, যানযট, শিক্ষারমান উন্নয়ন করনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।