
টঙ্গিবাড়ীতে একটি রাস্তার জন্য শত শত মানুষের দূভোগ
নিজস্ব প্রতিনিধি :
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে একটি রাস্তার জন্য শত শত মানুষের দূভোগ পোহাতে হচ্ছে । টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাও ইউনিয়নের দশত্তর থেকে জিনাইসার গ্রামের রাস্তাটি বেহাল দশায় পড়ে আছে । এ রাস্তাটি দিয়ে প্রতিদিন শতশত মানুষ ও আলুর মৌশুম সহ সব সময় যাত্রী ও মালামাল বহনকারী যানবাহন চলাচল করে থাকে । দশত্তর গ্রামের পাকা রাস্তা থেকে জিনাইসার গ্রামের যাতায়াতের রাস্তাটি প্রায় ১ কিলোমিটার, রাস্তাটি এখনো পাকা বা ইট বিছানো হয়নি, দির্ঘ দিন যাবত অবেহেলিত ভাবে পড়ে আছে রাস্তাটি । স্থানীয়রা জানান, মাঝে মাঝে এখানে ইট বিছানোর জন্য কথা শুনি কিন্তুু পরবর্তিতে আর শুনতে পাইনা । রাস্তাটি ১৩ ফুট প্রস্ত থাকলেও অনেক জায়গায় ৬/৭ ফুট প্রস্ত দেখা যায় । রাস্তার দুই পাশে জমির মালিকরা রাস্তা কেটে জমির সাথে মিশিয়ে দিয়ে সেখানে বিভিন্ন ধরনের ফসল আবাদ করছে । জিনাইসার গ্রামে জনগন চলাচলের একটি মাত্র রাস্তা । এই রাস্তা দিয়ে কোমলমতি ছোট ছোট ছেলে মেয়েরা স্কুল, কলেজ, মাদ্রাসা ও শিহ্মা প্রতিষ্ঠান সহ হাট বাজারে যাতায়াতের জন্য এ রাস্তাটি ব্যবহার করে থাকে । রাস্তার দুই পাশে বিভিন্ন ধরেন বড় বড় গাছ ঝুলে পরেছে , যাহার কারনে মানুষ ও যানবাহন চলাচল করতে সমস্যার সৃষ্টি হচ্ছে । একটু বৃষ্টি হলে রাস্তাটি কাদায় ভরে যাহার কারনে চলাচলের সমস্য হয় । স্থানীয়দের দাবী রাস্তাটি দুইপাশে অনেক জমির মালিকরা দখল করে নিয়েছে । তাদের হাত থেকে রাস্তাটি উদ্বার ও রাস্তাটি পাকা করে আমরা যাতে অসুস্থ রোগী সহ সবাই যাতায়াত করতে পারি । প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি ।
নিজস্ব প্রতিনিধি :
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে একটি রাস্তার জন্য শত শত মানুষের দূভোগ পোহাতে হচ্ছে । টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাও ইউনিয়নের দশত্তর থেকে জিনাইসার গ্রামের রাস্তাটি বেহাল দশায় পড়ে আছে । এ রাস্তাটি দিয়ে প্রতিদিন শতশত মানুষ ও আলুর মৌশুম সহ সব সময় যাত্রী ও মালামাল বহনকারী যানবাহন চলাচল করে থাকে । দশত্তর গ্রামের পাকা রাস্তা থেকে জিনাইসার গ্রামের যাতায়াতের রাস্তাটি প্রায় ১ কিলোমিটার, রাস্তাটি এখনো পাকা বা ইট বিছানো হয়নি, দির্ঘ দিন যাবত অবেহেলিত ভাবে পড়ে আছে রাস্তাটি । স্থানীয়রা জানান, মাঝে মাঝে এখানে ইট বিছানোর জন্য কথা শুনি কিন্তুু পরবর্তিতে আর শুনতে পাইনা । রাস্তাটি ১৩ ফুট প্রস্ত থাকলেও অনেক জায়গায় ৬/৭ ফুট প্রস্ত দেখা যায় । রাস্তার দুই পাশে জমির মালিকরা রাস্তা কেটে জমির সাথে মিশিয়ে দিয়ে সেখানে বিভিন্ন ধরনের ফসল আবাদ করছে । জিনাইসার গ্রামে জনগন চলাচলের একটি মাত্র রাস্তা । এই রাস্তা দিয়ে কোমলমতি ছোট ছোট ছেলে মেয়েরা স্কুল, কলেজ, মাদ্রাসা ও শিহ্মা প্রতিষ্ঠান সহ হাট বাজারে যাতায়াতের জন্য এ রাস্তাটি ব্যবহার করে থাকে । রাস্তার দুই পাশে বিভিন্ন ধরেন বড় বড় গাছ ঝুলে পরেছে , যাহার কারনে মানুষ ও যানবাহন চলাচল করতে সমস্যার সৃষ্টি হচ্ছে । একটু বৃষ্টি হলে রাস্তাটি কাদায় ভরে যাহার কারনে চলাচলের সমস্য হয় । স্থানীয়দের দাবী রাস্তাটি দুইপাশে অনেক জমির মালিকরা দখল করে নিয়েছে । তাদের হাত থেকে রাস্তাটি উদ্বার ও রাস্তাটি পাকা করে আমরা যাতে অসুস্থ রোগী সহ সবাই যাতায়াত করতে পারি । প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি ।