
টঙ্গিবাড়ী উপজেলা প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যে ড্রেজার ভাংচুর ও জরিমানা
নিজস্ব সংবাদদাতা :
মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি নিষিদ্ধ ড্রেজার দিয়ে ফসলি জমি ও ভরাট করার অপরাধ উপজেলা প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যেমে ড্রেজারের সরঞ্জাম ভাংচুর ও জরিমানা করেছে । ৩০শে সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৭টা থেকর ১১টা পযর্ন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ।
এ সময় টঙ্গিবাড়ী উপজেলার কাঠাদিয়া – শিমুলিয়া ইউনিয়নের আলদী বাজারের আলদী ব্রিজ এর পশ্চিম পাশের পশ্চিম আলদী রাস্তা সংলগ্ন খাল
, আউটশাহী ইউনিয়নের আউটশাহী ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তা,
, যশলং ইউনিয়নের বাঘিয়া – নয়না রাস্তা সংলগ্ন খাল,
উক্ত স্থানে অবৈধভাবে ড্রেজার বসিয়ে জমি ভরাট করায অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় ড্রেজার মেশিন ও ড্রেজার পাইপ অপসারণ ও ভাংচুর করা হয়। মুন্সীগঞ্জ সদর উপজেলার মহেশপুর এলাকার রহমত উল্লাহ ( ৪৬) কে আসামী করে ৫০হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন ও পাইব অপসারণ করা হয় ।