
টঙ্গিবাড়ীতে রাতের আঁধারে বিষ দিয়ে মাছ নিধন করছে দূর্বত্তরা
নিজস্ব সংবাদদাতা :
মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার উত্তর পাইকপাড়ায় রাতের আঁধারে বিষ দিয়ে মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে । যাহার হ্মতির পরিমান প্রায় ১০ লহ্ম টাকা হবে বলে জানান ভূক্তভূগী জাহাঙ্গীর বেপারী । তিনি জানান, গ্রামে দিঘীতে প্রায় রুই, কাতল, মৃগেল, সিলভাকাপ, পাঙাস, কারফু, তেলাপিয়া সহ বিভিন্ন ধরনের মাছ চাষ করেন এলাকার, জাহাঙ্গীর, রিপন ভূইয়া, রুনু, সুলতান, রুহুল আমিন, মোহাম্মদ আলী, রফিক মিজি, নাছির মিজি, কাদির মিছি, খোকন শেখ, সোবহান শেখ, আজিজল শেখ, সহ প্রায় ২২ জন । ১বছর পূর্বে তারা মাছ চাষ করে । ২৮শে সেপ্টেম্বর রবিবার রাতে দূর্বত্তরা দিঘীতে বিষ দিয়ে সমস্ত মাছ গুলো মেরে ফেলে । যাহার হ্মতির পরিমান প্রায় ১০ লহ্ম টাকা । রবিবার সকালে গিয়ে দেখা গেছে , দিঘীর চাষকৃত মাছ গুলো ভেষে উটছে, দিঘীর চার পাড় বিভিন্ন শ্রেণীর মানুষ জাল, টেঁটা দিয়ে ভাসমান মাছ গুলো তুলে নিচ্ছে, আবার কাউকে দেখা গেছে দিঘীতে সাঁতার কেটে মাছ মরা মাছ গুলো তুলে নিচ্ছে । ভূক্তভূগী রুনু মিয়া জানান, আমরা ধার দেনা করে মাছ চাষ করেছি । এখন আমরা কি ভাবে পাওনাদারের টাকা পরিশোধ করিবো ।