
লৌহজং উপজেলায় জামায়াত ইসলামীর নির্বাচনি গণসংযোগ
নিজস্ব প্রতিনিধি
মুন্সিগঞ্জ-২ আসনের লৌহজং উপজেলায় ১৯শে সেপ্টেম্বর শুক্রবার ঘোড়াদৌড় বাজার, নাগেরহাট বাজার, কনকসার বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ ও পথসভা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করিম।
পথসভায় তিনি বলেন, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে আল্লাহর আইনের বিকল্প নেই। মানব রচিত কোন মতবাদ দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। শান্তির একমাত্র গ্যারান্টি হচ্ছে আল্লাহর আইন। তাই শোষণমুক্ত শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে আপনাদের দাঁড়িপাল্লা পক্ষে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ জেলা মজলিসে শুরা সদস্য ও শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি এবং মুন্সিগঞ্জ-২ আসনের নির্বাচন সমন্বয়কারী মাওলানা এম এ বারী, লৌহজং উপজেলার নায়েবে আমীর মাস্টার সিরাজুল ইসলাম, সেক্রেটারি মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আমিরের রাজনৈতিক সচিব মোঃ স্বাধীন শিকদার, খিদিরপাড় ইউনিয়ন আমীর মোঃ শাহাআলম, সেক্রেটারি মোঃ সম্রাট শেখসহ স্হানীয় জামায়াত কর্মী ও সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন