
টঙ্গিবাড়ীতে জামায়াত ইসলামীর গনসংযোগ ো পথসভা
নিজস্ব প্রতিনিধি :
মুন্সিগঞ্জ-২ আসনের টংঙ্গিবাড়ী উপজেলার কে-শিমুলিয়া ইউনিয়নের রহিমগঞ্জ বাজারে ১৭ই সেপ্টেম্বর বুধবার গণসংযোগ ও পথসভা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করিম।
পথসভায় তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ, সুদ-ঘুষ আর দুর্নীতি মুক্ত বাংলাদেশ ঘুরতে আল্লাহর আইনের বিকল্প নাই। মানব রচিত কোন মতবাদ দিয়ে দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ এবং আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে দাঁড়িপাল্লা পক্ষে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ জেলা মজলিসে শুরা সদস্য ও শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা এম এ বারী, টংগিবাড়ী উপজেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, টংগিবাড়ি উপজেলা জামায়াত সেক্রেটারী মাওলানা মোঃ ইকবাল হোসাইন, উপজেলা তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সালাম, যশলং ইউনিয়ন জামায়াত সভাপতি মোঃ হাবিবুল্লাহ তাহজিব সহ স্হানীয় জামায়াত কর্মী ও সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন