লৌহজংয়ে দোকান ঘর নির্মাণ করতে গেলে বাঁধা ও হুমকি
সোনিয়া আক্তার রিয়া :
মুন্সিগঞ্জ লৌহজংয়ে দোকান ঘর উত্তেলনে বাঁধা ও হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দোকানের মালিক আলী আশেক শেখ বাদী হয়ে ২রা সেপ্টেম্বর বুধবার লৌহজং থানায় হিরন দোকানদার, রফিক শেখ, নুর আলম, দেলু মাঝি, সুমন মিয়া, বেদেনা আক্তার, আলমাস পাঠান, আনু শেখ, দেলু মাঝি, মুকুল দপ্তরীকে আসামি করে একটি অভিযোগ করেন । জানাগেছে, লৌহজং উপজেলার ভরাকড় গ্রামে মৃত গফুর শেখের ছেলে, আলী আশেক শেখ কলমা বাজারে কলমা মৌজার ৩২নং খতিয়ানের আর এস ৮৫৭ দাগের ৪ শতাংশ ভিটি সরকারি ভাবে লীজ নিয়ে দির্ঘ ৫০ বছর ধরে ভোগ দখল করে আসছে । উক্ত ভিটিতে দোকার ঘর সংস্কার করতে গেলে অভিযোগের আসামিরা বাঁধা দেয় । তারা বিভিন্ন ভাবে আমাকে হুমকি দেয় যাতে আমি দোকান ঘর উত্তেলন করিতে না পারি । সরকার আমাকে লীজ দিয়েছে, আমি কারো সম্পত্তিতে দোকার ঘর উত্তেলন করিনি । তারা আমাকে প্রকাশে প্রাণ নাশেন হমকি দিয়ে আসছে । আমি নিরুপায় হয়ে বিভিন্ন দপ্তরে শরণাপন্ন হচ্ছি। আমি বৃদ্ধ মানুষ এ দোকান ঘরের উপর নির্ভর করে আমি ও আমার পরিবার-পরিজন নিয়ে বেঁচে আছি ।