
টঙ্গীবাড়িতে বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি :
শিক্ষার্থীদের সততা ও নৈতিকতা শেখাতে টঙ্গীবাড়িতে সততা স্টোর উদ্বোধন হয়েছে। রবিবার উপজেলার আব্দুলাপুর উচ্চ বিদ্যালয়ে টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আবু বাক্কার মাঝি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে স্টোরটি উদ্বোধন করেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) নারায়ণগঞ্জের অর্থায়নে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনের আগে বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহিদ হোসেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির
সদস্য মো. কাদির খান, সহকারী শিক্ষক মো. আকরাম আলী, বয়ান উদ্দিন মন্ডল, মো. আবু জাফর, মো. মনির হোসেন, মো. জাহিদুল ইসলাম, আব্দুস সালাম, কাজী নিলুফা বেগম, নব নিতা দাস প্রমুখ। বক্তারা বলেন, ছোটবেলা থেকেই সৎ পথে চলার অভ্যাস গড়ে তুলতেই এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ। স্টোরটিতে কোনো বিক্রেতা থাকবে না, শিক্ষার্থীরা প্রয়োজন অনুযায়ী পণ্য নিয়ে নির্ধারিত বক্সে টাকা জমা দেবে।