
টঙ্গিবাড়ীতে ড্রীম রুপটফ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার শুভ উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ফিরুজ আলম বিপ্লব :
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায়য় ড্রীম রুপটপ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার শুভ উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ৩১শে আগস্ট রবিবার বিকাল পাঁচটায় টঙ্গীবাড়ি বাঁলিগাও পাকা মেইন রাস্তার বাদল মিজি হাসপাতালে পশ্চিম পাশে উদ্বোধন শেষে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে । মোনাজাত করেন,টঙ্গীবাড়ী উপজেলা মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম আজাদ, এ সময় উপস্থিত ছিলেন, ড্রীম রুপটফ রেস্টুরেন্টের মালিক শরীফ মাতবরের বাবা ইকবাল হোসেন চুন্নু মাদবর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মালেক কন্ট্রেকটার, সমাজ সেবক বাবুল মল্লিক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলমগীর কবির, রাজনীতিবিদ ও সমাজসেবক মারুফ ইসলাম সেন্টু, ছাত্রদল নেতা মাহাবুব মল্লিক ও তানবির মল্লিক, কন্ট্রেকটার মো: কাজল, ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল হাই সরদার, আকবর মজুমদার সহ বিভিন্ন পেশাজীবির মানুষ উপস্থিত ছিলেন, উক্ত রেস্টুরেন্টের মালিক শরীফ মাতবর বলেন, আমার দির্ঘ দিনের পরিকল্পনা ছিল আমার এলাকায় কিছু একটা করার , তাই আল্লাহর রহমতে সকলের দোয়া এবং আশা নিয়ে আমি একটি রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার করেছি। আমি এখানে সব সময় সুন্দর পরিবেশে ও স্বাস্থ্যকর খাবার তৈরি করার চেষ্টা করিব । আপনারা আমার জন্য দোয়া করিবেন আমি যেন সব সময় ভেজাল মুক্ত খাবার আপনাদের মাঝে পরিবেশন করতে পারি ।