
মুন্সীগঞ্জে স্থায়ী বাঁধ নির্মাণের দাবী করে মানবন্ধন
ফিরুজ আলম বিপ্লব :
মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলায় পদ্মা নদীর ভাঙন এলাকায় স্থায়ী ভাবে বাঁধ নিমার্ণের জন্য মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী । ২৯শে আগষ্ট শুক্রবার সকাল ১১টায় উপজেলার কামারখাড়া ইউনিয়নের চৌসার জামে মসজিদ সংলগ্ন পদ্মা নদীর পাড়ে প্রায় ৪শত লোক উক্ত মানববন্ধনে অংশ গ্রহন করেন । প্রতি বছর পদ্মা নদীর ভাঙনে পদ্মা নদীর দহ্মিন পাড় কামারখাড়া ইউনিয়নের চৌসার, বড়াইল, বাগবাড়ী নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে । চৌসার মসজিদ কমিটির সভাপতি আব্দুর রশিদ বলেন, আমাদের চৌসার গ্রামটি প্রতি বছর আস্তে আস্তে ভাঙনের কারনে নদীর সাথে বাড়ী ঘর শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি বিলিন হয়ে যাচ্ছে এখানে প্রায় ১কি: মি: পযন্ত বেড়ি বাঁধ না থাকায় কারনে ভাঙন দেখা দিয়েছে । আমরা এলাকাবাসী সরকার নিকট বিনিত ভাবে অনুরোধ জানাচ্ছি নদী ভাঙন এলাকায় স্থায়ী ভাবে বাঁধ নির্মাণ করে আমাদেরকে রক্ষা করার জন্য, একই ধরনের কথা বলছেন স্থানীয় জনপ্রতিনিধি ইদ্রিস সৈয়াল, ইদ্রিস মুন্সী, শহীদুল বেপারী, ইমরান শেখ, বিল্লাল মুন্সী, ইমাম ইউসুফ । মানববন্ধন কারীদের একই দাবী পদ্মা নদীর হাত থেকে আমাদের বাঁচান । আমারা এখন অসহায় আমাদের বাব দাদার ভিটে মাটি সর্বনাশা পদ্মা নদীর গর্ভে চলে যাচ্ছে । আমরা নিরুপায় সরকারের প্রতি আমাদের একটাই দাবী স্থায়ী বাঁধ নির্মান করে আমাদেরকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করুন । মানববন্ধনে অংশ গ্রহন করেন ইদিস মুন্সী, ইদ্রিস সৈযাল, আব্দুর রশিদ বুরু, বিল্লাল মুন্সী, বিএনপি নেতা তাইজুল ইসলাম নিক্সন, শহিদুল বেপারী, এড: হুমায়ুন শেখ, ইমরান শেখ, মো: আলী মুন্সী, শহিদ শেখ, আব্দুল হক সারেং , জব্বার চোকদার, আলেপ মোল্লা, খালেক মোল্লা, করিম শেখ, যুব সমাজের মো: মজনু, ইমাম ইউসুফ, জয়নাল মোল্লা, আরিফ শেখ, মেম্বার শাহজাহান শেখ ও মহিলা মেম্বার আসমা বেগম সহ স্থানীয় এলাকাবাসী ।