টঙ্গিবাড়ী উপজেলা প্রশাসনের অভিযানে ড্রেজারের পাইব ভাংচুর ও সরঞ্জাম অপসারণ
নিজস্ব সংবাদদাতা :
মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার প্রশাসনের অভিযানে ড্রেজারের পাইব ভাংচুর ও সরঞ্জাম অপসারণ করা হয়েছে । ২১-০৮-২০২৫ ইং তারিখে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয় । অভিযান পরিচালনা করেন টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান । টঙ্গিবাড়ী উপজেলাধীন বাঁলিগাও ইউনিয়নের বাঁলিগাও বাজার এলাকার তালতলা-গৌরঙ্গ খাল ও আউটশাহী ইউনিয়নের তস্তিপুর ও শিলিমপুর কোল্ডস্টোরেজ সংলগ্ন নদীর তীরে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে ফসলি জমি ভরাট করায় এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে ড্রেজার পাইপ ও সরঞ্জাম দেখতে পেয়ে তা ভাংচুর ও ড্রেজারের সরঞ্জাম অপসারণ করা হয়েছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান যায়যায়দিন প্রতিনিধিকে জানান, আমাদের অভিযান অব্যহত থাকবে ।