টঙ্গিবাড়ীতে ড্রেজার ও সরঞ্জাম ভাংচুর ও অপসারণ
টঙ্গিবাড়ী ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাও ইউনিয়নের কুকরাদি এলাকা সংলগ্ন পদ্মা নদীর তীরে ড্রেজারের পাইব ও ড্রেজারের সরঞ্জাম ভাংচুর ও অপসারণ করা হয়েছে । ২০শে আগস্ট বুধবার বিকালে উক্ত ইউনিয়নে বিভিন্ন এলাকায় পরিদর্শন করেন টঙ্গিবাড়ী উপজেলা প্রশাসন । উপজেলার পাঁচগাও ইউনিয়নের কুকরাদি এলাকায় বালু ব্যবসায়ীরা অবৈধ ভাবে ফসলি জমি ভরাট করে আসছে । তারা বিভিন্ন এলাকা থেকে বালু উত্তোলন করে পদ্মা নদীর তীরে ড্রেজার বসিয়ে উক্ত পাঁচগাও ইউনিয়নের বিভিন্ন এলাকায় ফসলি জমি ভরাট করছে । টঙ্গিবাড়ী উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) ওয়াজিদ ওয়াসিফ বলেন সংবাদের মাধ্যমে আমরা উক্ত স্থানে গিয়ে অবৈধ ভাবে ড্রেজারের পাইব বসিয়ে ফসলি জমি ভরাট করার কারনে ড্রেজারের পাইব ভাংচুর ও অপসারণ করা হয়েছে । আমাদের অভিযান পরিচালনা অব্যহত থাকবে ।