টঙ্গিবাড়ীতে মাদক ও সন্ত্রাস মুক্ত গড়ার লহ্মে মত বিনিময় সভা
টঙ্গিবাড়ী থেকে দিপেল খান :
মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ীতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ইভটিজিং মুক্ত করার লক্ষ্যে মতবিনিময় সভা আয়োজন করা হয় । ১৪ই আগস্ট বৃহস্পতিবার রাত ৭ টায় টঙ্গীবাড়ী উপজেলার বাঁলিগাও বাজার সাকুরা পেট্রোল পাম্পে খান বাড়ী যুব সমাজের উদ্যোগে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । বাবুল খানের সভাপতিতে, মোঃ রহমান খানের সঞ্চালনায় প্রায় পাঁচশত বিভিন্ন পেশার জনগণ উপস্থিত ছিলেন । এ সময় বিএনপি নেতা মোহাম্মদ ফারুক খান, মোঃ তারেক খান, রুবেল খান, দিপেল খান, জাহাঙ্গির খান, শফিকুল খান উপস্থিত থেকে বক্তব্য রাখেন । ফারুক খান বলেন, আমরা বাঁলিগাঁও বাসী শান্তি প্রিয় আমরা সন্ত্রাস চাঁদাবাজি মাদকমুক্ত ইভটিজিং সহ বিভিন্ন ধরনের অপকর্ম নির্মূল করার লক্ষ্যে আমাদের বাঁলিগাও বাসীকে নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে, আমরা এ ধরনের কোন অপকর্ম চাই না কেউ যদি করে আমরা তা প্রতিহত করব । তারেক খান বলেন , আমরা বাঁলিগাও বাসী চাঁদাবাজী সন্ত্রাস ও মাদকমুক্ত চাই, এখানে চাঁদাবাজি ও সন্ত্রাসীদের স্থান দেওয়া হবে না তাদেরকে কঠোর হাতে দমন করা হবে । একই ধরনের বক্তব্য দিয়েছেন রুবেল খান ও দিপেল খান সহ অন্যান্য বক্তারা ।