টঙ্গিবাড়ী যশলং ইউনিয়ন ড্রেজারের পাইব অপসারণ
নিজস্ব প্রতিনিধি :
মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলায় সরকার নিষিদ্ব অবৈধ ভাবে ড্রেজার দিয়ে ফসলি জমি ভরাট করার কারনে ড্রেজার মেশিন ও ড্রেজারের সরঞ্জাম অপসারণ করা হয়েছে । ১৩-০৮-২০২৫ই বুধবার বিকাল ৩টা থেকে ৪টা পযর্ন্ত টঙ্গিবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের নয়না, কালীবাড়ী- বাঘিয়া রাস্তা সংলগ্ন নয়না খালে অবৈধ ভাবে ড্রেজার মেশিন বসিয়ে ফসলি জমি ভরাট করার কারনে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াজেদ ওয়াসিফ । তিনি দৈনিক যায়যায়দিন প্রতিনিধিকে জানান, আমরা সংবাদের মাধ্যমে উক্ত স্থানে অবৈধ ড্রেজার পাইপ ও সরঞ্জাম দেখতে পেয়ে তা সাথে সাথে অপসারণ করা হয়েছে । আমাদের কার্যক্রম অব্যহত থাকবে ।