টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজারের পাইব ও সরঞ্জাম জব্দ
টঙ্গিবাড়ী খেকে টিটু চৌধুরী :
মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজারের পাইব ও সরঞ্জাম জব্দ করে টঙ্গিবাড়ী প্রশাসন । ১০ই আগস্ট রবিবার ১১ টায় উপজেলার আড়িয়ল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সিংহানন্দ গ্রামে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে ফসলি জমি মাটির কাটার অপরাধে জব্দ করা হয়েছে ।
উক্ত স্থানে অবৈধ ভাবে মিনি ড্রেজার বসিয়ে জমি কেটে অন্যত্র জমি ভরাট করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ড্রেজার পাইপ ও সরঞ্জাম দেখতে তা জব্দ করা হয়। এ সময় মিনি ড্রেজার মেশিন ও পাইপ লাইন অপসারণ করে জব্দ করা হয়। জব্দকৃত মালামাল স্থানীয় কালাচাঁন মাদবরের ছেলে হানিফ মাদবরের জিম্মায় রাখা হয় । উক্ত অভিযান পরিচালনা করেন টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ওয়াজিদ ওয়াসিফ । তিনি জানান, আমাদের অভিযান অব্যহত থাকবে ।