টঙ্গিবাড়ীতে সংবর্ধনা অনুষ্ঠান
টঙ্গিবাড়ী প্রতিনিধি :
টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় অভয় চরন বিদ্যানিকেতনে রবিবার সকাল ১১টায় উক্ত বিদ্যালয় এডোক কমিটির বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সমাজসেবক ওয়ালিউল্লাহ খানকে সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে উচ্চ বিদ্যালয় শিক্ষক অভিভাবক জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা সংবর্ধনা দেওয়া হয় । প্রধান শিক্ষক কেএম মোশারফ হোসেন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উক্ত বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মনোয়ার হোসেন বেপারী, পুরা ডি সি উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল ইসলাম, স্বর্ণগ্রাম আরএন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নুল আবেদীন সুমন, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বেপারী, বিএনপি নেতা কাশেম খান, সমাজ সেবক বাহাউদ্দিন খান, স্বর্ণগ্রাম আরএন উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক প্রতিনিধি হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন হাকিম দেওয়ান। উক্ত বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লিয়াকত হোসেন, মাওলানা রুহুল আমিন রোকসানা বেগম, দিঘীরপাড় ইউনিয়ন বিভিন্ন সভাপতি সাধারণ সম্পাদক সহ বিএনপির অঙ্গর সংগঠনের নেতৃবৃন্দর ও দিঘীরপাড় ইউনিয়ন সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন । বিদ্যালয়ের সভাপতি বক্তব্য বলেন, আমি বিদ্যালয় থেকে কিছু নিতে আসেনি, দিতে এসেছি । আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করি , যারা শিক্ষক আছেন তারা সবসময় ছাত্র/ ছাত্রীদেরকে সুদৃষ্টি রাখবেন, আপনারা তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করবেন, আপনাদের হাতেই তাদের আগামি ভবিষ্যৎ ।