টঙ্গিবাড়ীতে বিএনপির সাংগঠনিক বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফিরুজ আলম বিপ্লব :
টঙ্গিবাড়ীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি ও বিএনপির সাংগঠনিক বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই রবিবার সকাল ১১ টায় উপজেলার ধীপুর ইউনিয়নের ব্রাহ্মণভিটা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আমির হোসেন দোলন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আকতার হোসেন মোল্লা, অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা।
বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ও লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম লেলিন, ঢালী ওয়াহিদ, পাপিয়া ইসলাম, উপজেলা বিএনপির সহ - সভাপতি জহিরুল ইসলাম মুরাদ, ধীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দিলু, সাধারণ সম্পাদক মনির শেখ, কামারখাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ জামাল,টঙ্গিবাড়ী উপজেলা বিএনপি যুগ্ন - সাধারন সম্পাদক মামুন মোল্লা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার তিশা, হাসাইল - বানারী ইউনিয়ন সহ-সভাপতি নুরুজ্জামান দেওয়ান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মল্লিক, সদস্য সচিব মহসিন খান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তানজিল আহমেদ অনিক, উপজেলা মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা সুমি, উপজেলা কৃষকদলের সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েল মল্লিক, জনি মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক সুমন হাওলাদার, বিক্রমপুর টঙ্গীবাড়ী সরকারি ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস নাদিম জামান বিদ্যুৎ বেপারী, ধীপুর ইউনিয়ন ২নং ওর্য়াড বিএনপি কালাম পাইক, বিএনপি নেতা মোতালেব দেওয়ান, সুমন বেপারী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি অঙ্গসংগঠনের নেত্রীবন্দরা উপস্থিত ছিলেন।
উক্ত সভায় নেতারা রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন।