টঙ্গিবাড়ীতে পূর্ব শক্রতার জের ধরে মারধর গর্ভবতী মহিলা সহ আহত ৪
মুন্সীগঞ্জ থেকে মাজহারুল ইসলাম বাদল :
মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ীতে পূর্ব শক্রতার জের ধরে গর্ভবতী মহিলা সহ ৩ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে । আহত মিরাজ বেপারীকে এলাকাবাসী উদ্বার করে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন, আহত গর্ভবতী সেলিনা বেগম, মা ও স্ত্রী নাজমাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় । এ ঘটনায় আহতর ভাই মোস্তফা ব্যাপারী বাদী হয়ে টঙ্গিবাড়ী থানায় শাহ আলম মাঝি, আক্তার মাঝি, জেদ্দাল মাঝি, বাসেদ মাঝি, মনিরউদ্দিন সরকার, জনি মাঝি ও মাসুম মাঝি সহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন । জানাগেছে, টঙ্গিবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের সাতকচর গ্রামের মৃত নূরু বেপারীর ছেলে মোস্তফা বেপারীর সাথে একই গ্রামের মৃত মোবারক মাঝির ছেলে শাহ আলম মাঝির সাথে বিরোধ চলে আসে । এরই জের ধরে ৯ই জুলাই সকাল ১১টার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আসামী শাহআলম মাঝি গংরা মোস্তফা ব্যাপারীর ছোট ভাই মিরাজ ব্যাপারী কে অকথ্য ভাষায় গালিগালাজ করে এ সময় মস্ত বাপের বাড়ি গালিগালাজ ক্লাস করার কারণ জানতে চাইলে মিরাজ ব্যাপারীকে খুঁজতে থাকে মারধর করার জন্য। আমাদের বাড়ির পাশে নদীর পাড়ে মিরাজ বেপারীকে পেয়ে দেশীয় অস্ত্র কাঠের ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে । তার আত্মচিৎকার আমার ছোট বোন গর্ভবতী সেলিনা বেগম এগিয়ে আসলে তাকেও মারধর করে। বোনের আত্মচিৎকার আমার মা ও স্ত্রী এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে। মোস্তফা বেপারী বলেন, তারা প্রতিনিয়ত আমাদেরকে প্রাণ নাশেন হুমকি দিয়ে আসছে, তাদের ভয়ে আমি ও আমাদের পরিবার আতঙ্কে বসবাস করছি । টঙ্গীবাড়ী থানা ওসি মহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।