টঙ্গিবাড়ীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে দোয় ও আলোচনা সভা
টঙ্গিবাড়ী থেকে মোজাফফর হোসেন :
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় জুলাই শহীদ দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করা হয়েছে। টঙ্গিবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৬ জুলাই) বেলা ১২ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ আলোচনা সভা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ওয়াজেদ ওয়াসীফ, উপজেলা প্রকৌশলী শাহা মোয়াজ্জেম হোসেন রাজু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.স্বপন মাতাব্বর,টঙ্গিবাড়ী থানার তদন্ত কর্মকর্তা মো.মাসুদ রানা,উপজেলা সাব রেজিষ্টার মোঃ মোজাফফর হোসেন,মৎস কর্মকর্তা নিগার সুলতানা,উপজেলা বন কর্মকর্তা হুমায়ুন কবির খাঁন,সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ুন কবির,উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান,টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ,যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরাফাত রায়হান সাকিব,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আজিম আহাম্মেদ সিফাত,মোহাম্মদ ফয়সাল প্রমুখ। দোয়া ও মুনাজাতের মাধ্যমে আলোচনা সমাপ্তি করা হয়।