টঙ্গিবাড়ীতে সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার
টঙ্গিবাড়ী ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ীতে সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করে টঙ্গিবাড়ী থানা পুলিশ । ১০ই জুলাই বৃহস্পতিবার রাতে টঙ্গিবাড়ী উপজেলার বাঁলিগাও এলাকা থেকে শ্রী সুমন সরকার ( ৪৮) কে গ্রেফতার করে । তার বিরুদ্বে টঙ্গিবাড়ী থানায় মামলা নং ১০(০৭)১৪ জিআর ১৫০/১৪ মামলায় আড়াই বছরের সাজা প্রাপ্ত আসামী হয়ে বিভিন্ন জায়গায় পালাতক রয়েছেন । আসামী শ্রী সুমন সরকার টঙ্গিবাড়ী উপজেলার বাঁলিগাও গ্রামের শ্রী মাখন সরকারের ছেলে । টঙ্গিবাড়ী থানা এস আই মো: রবিউল মিয়া যায়যায়দিন প্রতিনিধিকে জানান, গোপন সংবাদেনর মাধ্যেম সাজা প্রাপ্ত আসামী শ্রী সুমন সরকারকে বাঁলিগাও এলাকা থেকে গ্রেফতার করে মুন্সীগঞ্জ কোটে পাঠানো হয়েছে ।